ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রাফিয়াত রশিদ মিথিলা

ঐদিনই আমার জন্য বসন্ত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৭:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ঐদিনই আমার জন্য বসন্ত

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর, আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম অভিনীত চলচ্চিত্র 'জলে জ্বলে তারা'। অরুণ চৌধুরী পরিচালিত এই রোমান্টিক চলচ্চিত্রটি ২০২১ সালে শুটিং সম্পন্ন করলেও নানা কারণে মুক্তি বিলম্বিত হয়। অবশেষে, ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রেক্ষাগৃহে আসছে। 

সম্প্রতি এক অনুষ্ঠানে মিথিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর বসন্ত কবে আসবে। জবাবে তিনি বলেন, "আমার বসন্ত আসবে যেদিন আমার ছবি মুক্তি পাবে 'জলে জ্বলে তারা'। ঐদিনই আমার জন্য বসন্ত।" তিনি আরও বলেন, "ভালোবাসা একটি অনুভূতির বিষয়। আমার কাছে ১৪ই ফেব্রুয়ারি মানে আমি হলে যে আমার ছবি দেখব, এটাই।"

'জলে জ্বলে তারা' চলচ্চিত্রে মিথিলা ও নাঈমের পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ। রোমান্টিক ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি দর্শকদের জন্য বিশেষ উপহার হতে পারে। মিথিলা ও নাঈমের রসায়ন বড় পর্দায় কেমন হয়, তা দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে।

জাফরান

×