![চিত্রপরিচালকের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে আটকে রাখার অভিযোগ! চিত্রপরিচালকের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে আটকে রাখার অভিযোগ!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/800450-5-2502140023.png)
টলিউডের জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা সরকার। সকালবেলা তিনি নিউজ পেপারে দেখেন, তাঁর নাম ছবি দিয়ে একটি সিনেমার ঘোষণা করেছে একটি প্রযোজনা সংস্থা। না জানিয়েই কেন এই কাজ করল প্রযোজনা সংস্থা? তা জানতে রেগে পরিচালকের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী। সেখানেই বিপত্তি। কথা বলে বেরিয়ে আসার সময় প্রিয়াঙ্কা দেখেন যে দরজা লক করা। কোনওভাবেই খুলতে না পেরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, এরপর পরিচালকের উপর চড়াও হন নায়িকা। আসলে এই ঘটনা সত্যি নয়, পুরোটাই গল্প, প্রচারের নয়া কৌশল। এই ঘটনাটা প্রিয়াঙ্কার আগামী ছবির ঘোষণা। ছবির নাম ‘চিচিং ফাঁক’।
এবার সার্ভাইভাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা সরকারকে। অভিনেত্রী জানান, “গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্র করব। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলার-এ আমার কাজ প্রথমবার তো বটেই। আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি, তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয়না, কোনো অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে, বা তাও হয়তো আসেনা। তাই এই সুযোগ হারাতে চাই নি । পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজা এত সুন্দর ভাবে ব্যালেন্স করা যে চরিত্রটা খুব ইন্টারেষ্টিং লেগেছিল। অরিজিৎ নতুনদের মধ্যে ভীষণ ট্যালেন্টেড একজন। ওর সাথে এবং ওর পুরো ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো, ওকে আমি অনেকদিন চিনি, কনফিউজড পিকচার্স এর কাজও দেখেছি, ওরাও এবার নতুন সাবজেক্ট এক্সপ্লোর করেছে । আশা করি কাজটা সকলের ভালো লাগবে ।”
রাজু