![আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/9-15-2502131758.jpg)
সুগার ড্যাডি আছে কিনা এমন প্রশ্নের জবাবে কুসুম শিকদার বলেন, সুগার ড্যাডি থাকতে হবে কেন আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি। আমার সুগার সন থাকতে পারে। কিসের সুগার ড্যাডি আমার ওই বয়স পার হয়ে গেছে। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে ও মন থাকতে হবে আগে।
কুসুম নিজেও জানতে চান,সুগার মাম্মি কি?
সুগার মামী বলতে তথাকথিত আমরা বুঝি একজন বয়োজ্যেষ্ঠ নারী থাকবে তুলনামূলক ছোট কোন ছেলের ভরণপোষণ আর দেখাশোনা করবেন ফিন্যান্সিয়াল সাপোর্ট দিবেন তার বিনিময় ভালোবাসা পাবেন।
কুসুম বলেন আমি ত সুগার মাম্মির সংজ্ঞা শিখলাম আপনার কাছ থেকে।
সাজিদ