![মিলন কান্তির ‘নির্বাচিত যাত্রাপালা’ মিলন কান্তির ‘নির্বাচিত যাত্রাপালা’](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/21-2502131507.jpg)
মিলন কান্তি দে
দেশের নন্দিত যাত্রানট মিলন কান্তি দে। তিনি একাধারে যাত্রামঞ্চের অভিনেতা, নির্দেশক, পালাকার ও লেখক। এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে গুণী এই যাত্রাশিল্পীর নতুন বই। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির নাম ‘নির্বাচিত যাত্রাপালা’।
এর আগে তার আত্মজীবনী ‘আমি যে এক যাত্রাওয়ালা’ প্রকাশের পর বের হলো আরও একটি নতুন গ্রন্থ। এ প্রসঙ্গে মিলন কান্তি দে বলেন, আমার রচিত পালার সংখ্যা অনেক। এর মধ্যে বাছাই করা ৫টি যাত্রাপালা নিয়ে বইটি সাজানো হয়েছে।
পালাগুলো হচ্ছে মুসলিম ঐতিহ্যের স্মারক ‘দাতা হাতেম তাই’, ভাষা আন্দোলনের পটভূমিকায় ‘রক্তে রাঙ্গানো বর্ণমালা’, ব্রিটিশ ভারতের বীর বিপ্লবী ‘মাস্টারদা সূর্যসেন’, এক তরুণ লেখকের জীবন সংগ্রাম ‘বিল্পবী সোমেন চন্দ’ ও রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি কবিতার ছায়া অবলম্বনে ‘এক যে ছিলেন মহারানি’। বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। লেখক এটি উৎসর্গ করেছেন থিয়েটার দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে।