ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’

উর্দু ভাষার লেখিকা রাহাত আরা বেগমের গল্পে ভালোবাসা দিবসে মঞ্চে আসছে নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। রাজপুত্রের সঙ্গে বাঁদির প্রেমের এ কাহিনি লেখা হয়েছে প্রায় শত বছর আগে। এতে দিলনাওয়াজের ভূমিকায় অভিনয় করেছেন ভাইরাল গার্ল নৃত্যশিল্পী মুবাশশিরা কামাল ইরা। শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন শিল্পী আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা শোভা। তারা ছাড়াও নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর বনানীতে রাহাত আরা বেগমের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিল ‘দিলনাওয়াজ’-এর নিরীক্ষাধর্মী এক প্রদর্শনী। সেখানে উপস্থিত সুধীজনদের মন কেড়ে নেয় নৃত্যটি। পরে বিস্তৃত পরিসরে একে নৃত্যনাট্যে রূপ দেওয়া হয়েছে।
‘দিলনাওয়াজ’-এর নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মারিয়াম। বাংলাদেশ শিল্পকলা একাডেমরি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘দিলনাওয়াজ’ মঞ্চায়ন হবে আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায়। এটি প্রযোজনা করেছে সাংস্কৃতিক সংস্থা সাধনা। প্রদর্শনীর আগে বনানীর যাত্রা বিরতি ও শিল্পকলা একাডেমিতে পাওয়া যাবে টিকিট। গল্পে দেখা যাবে দিলনাওয়াজ প্রাসাদে আসার পর অসুস্থ রাজপুত্র সুস্থ হয়ে ওঠেন।
রানির চোখে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে ছোট্ট দিলনাওয়াজ। রাজাপ্রাসাদেই শিশু থেকে তরুণী হয়ে ওঠে সে, তারপর একদিন হয়ে ওঠে শাহজাদা শমসেরের চোখের মনি। কিন্তু তাদের প্রেম পরিণতি পায় না। বরং রাজপুত্রের জন্য মালা গাঁথতে গাঁথতে মৃত্যুর দিকে ধাবিত হয় রূপবতী বাঁদি দিলনাওয়াজ।

×