ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

নতুন স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে?

প্রকাশিত: ২০:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নতুন স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে?

ছবিঃ সংগৃহীত

আলোচিত অভিনেত্রী পরীমণি বেসরকারি একটি গণমাধ্যমে টেলিফোনে বলেছেন, এই স্বাধীনতা আমরা এনে দেয়ার জন্য যদি একটু ভূমিকা রাখি তাহলে আমরা কেন এই স্বাধীনতা উপভোগ করতে পারতেছি না। এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে।

তিনি আরো বলেন, দেশে খুবই অসহায় ও অনিরাপদ অনুভব হচ্ছে। শো-রুম উদ্বোধন বা পাবলিক গ্যাদারিং সেটা আমার কাজ। আগে তো কখনো কেউ বাঁধা দেয়নি। তাহলে এখন কেনো বাঁধা আসবে। আমরা আমাদের কাজ স্বাধীনভাবে করতে চাই। কিন্তু সেখানে খুব অল্প সংখ্যক মানুষ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা আমাদের সৃজনশীল কাজে বাঁধা দিচ্ছে এটা আমি অন্তত মেনে নিতে পারি না। আমি যখন এগুলো নিয়ে কথা বলেছি, তখন আমাকে নানাভাবে হেনস্তা করা হলো। আমিতো কোনো ধর্ম বিরোধী কাজ করি নাই, তাও কেনো এমন করছেন তারা। আমি সেটাই জানতে চাচ্ছি এরা আসলে কারা। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/1YeG7EAvA1/

রিফাত

×