![পুরুষদের প্রশংসায় একদম আলাদা অনুভূতি, যা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা! পুরুষদের প্রশংসায় একদম আলাদা অনুভূতি, যা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T164516886-2502131046.jpg)
ছবিঃ সংগৃহীত
চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর সৌন্দর্য নিয়ে আলোকপাত করেছেন। তিনি জানান, যখন সবাই তাকে সুন্দর বলে, তখন তাঁর খুব ভালো লাগে। বিশেষ করে, যখন নারীরা তাকে বলেন, তখন তা তাকে বিশেষ আনন্দ দেয়। তবে, সবচেয়ে বড় প্রশংসা যখন পুরুষরা তাকে “অপরূপা সুন্দরী” বলে, তখন তা তাকে অবিশ্বাস্যভাবে খুশি করে।
পূর্ণিমা বলেন, “নারীদের প্রশংসা আমার কাছে যেমন গুরুত্বপুর্ণ, পুরুষদের প্রশংসায় আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। বিশেষ করে যখন পুরুষরা আমাকে ‘অপরূপা সুন্দরী’ বলে, তখন তা যেন আত্মবিশ্বাসের নতুন উৎস হয়ে দাঁড়ায়।”
পূর্ণিমার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর অনুভূতির সাথে সহমত জানাচ্ছেন, তবে কিছু মন্তব্যের মধ্যে রয়েছে নারীর সৌন্দর্যকে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে বিচার না করার কথা।
জাফরান