![বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা নয় বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা নয়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T162848029-2502131031.jpg)
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি এক টকশোতে চিত্রনায়িকা শবনম বুবলী স্পষ্টবাদিতা ও বেয়াদবির পার্থক্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, “বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা নয়। বর্তমানে এমন একটা প্রবণতা তৈরি হয়েছে, যেখানে মানুষ অন্যকে কষ্ট দিয়ে কথা বলে, অসম্মান করে, আর সেটা স্পষ্টবাদিতা বলে দাবি করে। বিষয়টা আসলে একদমই তা নয়।”
বুবলী মনে করেন, মতামত প্রকাশ করা অত্যন্ত জরুরি, তবে সেটারও একটা সীমারেখা থাকা উচিত। “আমাদের উচিত, সবাইকে সব জায়গা থেকে সম্মান করা, কিন্তু সেটা করতে হবে নিজের সীমার মধ্যে থেকে,” বলেন তিনি।
তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। অনেকেই একমত হয়েছেন যে স্পষ্টবাদিতা মানে অশ্রদ্ধা নয়, বরং সঠিকভাবে মত প্রকাশ করা। তবে কেউ কেউ মনে করেন, সত্য কথা বললে অনেক সময়ই সেটা অন্যের কাছে কষ্টদায়ক মনে হতে পারে।
জাফরান