![সিয়াম ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করেন সিয়াম ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করেন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T150500583-2502130911.jpg)
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ শুধু অভিনয়েই নয়, ধর্মীয় অনুশীলনেও নিয়মিত। সম্প্রতি এক অনুষ্ঠানে তার স্ত্রী অবন্তী জানিয়েছেন, সিয়াম ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করেন।
অবন্তী বলেন, "সিয়াম আমাদের বিল্ডিংয়ের নিচে থাকা মসজিদে ফজরের জামাতে অংশ নেন।"
ধর্মীয় দায়িত্ব পালনে সিয়ামের এই নিয়মিততা তার ভক্তদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকে এটিকে তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন।
অভিনয়ের পাশাপাশি সিয়ামের এই আধ্যাত্মিক জীবনযাপন তার অনুরাগীদের মাঝে নতুন মাত্রা যোগ করেছে।
জাফরান