![এই ভ্যালেন্টাইনে ভালোবাসা আসবে কি ফিরে? এই ভ্যালেন্টাইনে ভালোবাসা আসবে কি ফিরে?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১২-1-2502121612.jpg)
’আসবে কি ফিরে?’ ওয়েব ফিল্মের পোস্টারে তানজিন তিশা ও খায়রুল বাসার।
এই ভ্যালেন্টাইনে ভালোবাসা আসবে কি ফিরে? অন্যরকম এক ভালোবাসার গল্প নিয়ে তানজিন তিশা ও খায়রুল বাশার অভিনীত 'আসবে কি ফিরে?'
জনপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান পরিচালিত আইস্ক্রিন অরিজিনালস ওয়েব ফিল্মটির নাম ‘আসবে কি ফিরে?’ আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, আগামি ১৪ ফেব্রুয়ারি থেকে আইস্ক্রিনের দর্শকরা সাগর জাহান নির্মিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।
প্রায় পৌনে দুই মিনিটের প্রকাশ পাওয়া এ ট্রেলারজুড়ে বাসার ও তিশার প্রেম, খুঁনসুটিই উঠে এসেছে। মনোরম সংলাপে। ‘পরিণতি জানা নেই; তা দেখার জন্য আমাদের ভালোবাসা দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে তবু, রূপাদের সাথে মাঝে মাঝেই হিমুদের দেখা হয়!’ কিন্তু শেষ পর্যন্ত কি হিমু রূপাদের পরিণয় হয়?- তাই নিয়ে আছে নাটকীয়তা।
সাজিদ