ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শাফিন আহমেদ স্মরণে কনসার্ট

প্রকাশিত: ১৯:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শাফিন আহমেদ স্মরণে কনসার্ট

শাফিন আহমেদ

প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গত বছরের মাঝামাঝি সময়ে কয়েকটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্টের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ তারকা। এরপর সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই মারা যান শিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ।
এবার প্রয়াত এ ব্যান্ড তারকার স্মরণে বর্ণাঢ্য এক লাইভ কনসার্টের আয়োজন করা হচ্ছে। দেশীয় ব্যান্ডগুলো গানে গানে শ্রদ্ধা জানাবে তাকে। ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি (আজ) রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডের আলোকিতে। সেখানে শাফিনের গাওয়া কালজয়ী গানগুলো শোনাবে তার সাবেক ব্যান্ড মাইলসের সদস্যরা।

×