![শাফিন আহমেদ স্মরণে কনসার্ট শাফিন আহমেদ স্মরণে কনসার্ট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/5-2502121349.jpg)
শাফিন আহমেদ
প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গত বছরের মাঝামাঝি সময়ে কয়েকটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্টের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ তারকা। এরপর সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই মারা যান শিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ।
এবার প্রয়াত এ ব্যান্ড তারকার স্মরণে বর্ণাঢ্য এক লাইভ কনসার্টের আয়োজন করা হচ্ছে। দেশীয় ব্যান্ডগুলো গানে গানে শ্রদ্ধা জানাবে তাকে। ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি (আজ) রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডের আলোকিতে। সেখানে শাফিনের গাওয়া কালজয়ী গানগুলো শোনাবে তার সাবেক ব্যান্ড মাইলসের সদস্যরা।