ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

গানচিত্রে ‘জাদুরে মধুরে’

প্রকাশিত: ১৯:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

গানচিত্রে ‘জাদুরে মধুরে’

সংগীত শিল্পী সালমা ও আকাশ মাহমুদ

নতুন একটি দ্বৈত গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী সালমা ও আকাশ মাহমুদ। গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। আশিক মাহমুদের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও আলিজা জান্নাত। ভিডিও পরিচালক চন্দন রায় চৌধুরী। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি আজ প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘আকাশ এ সময়ে দারুণ সব কাজ করছে। আমাদের এ গানটিও সুন্দর কথা মালা ও সুরে সাজানো হয়েছে। গানের নাম শুনলেই বোঝা যায় গানটি কেমন হবে। ভালোবাসা দিবসকে শ্রোতাদের মন রাঙিয়ে দিতে আমাদের উপহার এটি।’
আকাশ  মাহমুদ বলেন, সালমা আপার সঙ্গে দারুণ একটি গান নিয়ে আসছি। আমাদের দুজনের রসায়ন আশা করি শ্রোতাদের মুগ্ধ করবে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে এ গানটি করেছি। কথা ও সুরের মধ্যে নতুনত্ব রেখেছি।

×