![ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে আমি সিঙ্গেল কেন? ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে আমি সিঙ্গেল কেন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-9-2502120933.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশের উদীয়মান মডেল ও অভিনেত্রী আলিশা ইসলাম সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তার অনুভূতি প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি রোজ ডে-তে একটা গোলাপ ফুলও পাইনি।" এছাড়া, তিনি মজার ছলে উল্লেখ করেন, "ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে আমি সিঙ্গেল কেন।"
সাংবাদিকরা যখন তার মতো আকর্ষণীয় একজন ব্যক্তি সিঙ্গেল কেন, তা জানতে চান, আলিশা হাস্যোজ্জ্বলভাবে উত্তর দেন, "আপনারা তো বলছেন আমি দেখতে সুন্দর, তাহলে কেন সিঙ্গেল, সেটা তো ছেলেদেরকেই জিজ্ঞেস করা উচিত।"
উল্লেখ্য, আলিশা ইসলাম মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর ফার্স্ট রানার আপ হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর তিনি চলচ্চিত্র ও ফ্যাশন জগতে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি প্যারিস ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
তার এই মন্তব্য ও সাফল্য সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে, এবং ভক্তরা তার ব্যক্তিগত জীবন ও পেশাগত অর্জন নিয়ে আগ্রহ প্রকাশ করছেন.
জাফরান