![এবার ভুল ইংরেজি বলে ১০ বছরের নিষেধাজ্ঞার কবলে অভিনেত্রী! এবার ভুল ইংরেজি বলে ১০ বছরের নিষেধাজ্ঞার কবলে অভিনেত্রী!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১২-12-2502120846.jpg)
ছবি: সংগৃহীত
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মীরাকে ১০ বছরের জন্য যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, ইংরেজিতে ভুল উত্তর দেয়ায় এই নিষেধাজ্ঞার কবলে পড়েন অভিনেত্রী। ১০ বছর ধরে তিনি যুক্তরাজ্যে যেতে পারছেন না।
মীরার কাগজপত্রে দেখা গেছে, ১০ বছরেরও বেশি সময় আগে যুক্তরাজ্যে অভিনেত্রী মীরাকে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। কারণ ভ্রমণে বিষিনিষেধ আরোপ করা হয়েছিল। এ ঘটনায় তার পরিবার একটি ইংরেজি সাক্ষাৎকারে বিভ্রান্তি সৃষ্টি হওয়াকে দায়ি করেছেন। কেননা, সাক্ষাৎকারে প্রশ্নকারীর প্রশ্ন ভালো করে বুঝতে পারেননি তারকা অভিনেত্রী।
যার ফলে এই নিষেধাজ্ঞার কবলে পড়েন মীরা। এমনকী সাম্প্রতিক সময়ে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ভ্রমণ ভিসার জন্য আবেদন করলে তা বাতিল করে দেয়া হয়। তখন বলা হয়, ভিজিটর হিসেবে যুক্তরাজ্যে প্রবেশে ভিসার আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন মীরা।
তবে এ ব্যাপারে শিগগিরই যথাযথ পদ্ধতি অবলম্বন করে ভিসার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
মীরা জানিয়েছেন, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত ব্যাপারে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করেছেন তিনি। আইনজীবী তার ভিসা আবেদন নিয়ে কাজ করছেন।
এদিকে মেয়ে মীরাকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তার মা শাফকাত জাহরা বুখারি পাকিস্তানে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন বরাবর আবেদন করেছেন। আবেদনে বলা হয়, মীরাকে যেন ভিসা দেয়া হয় এবং সে যেন কাজ করতে যুক্তরাজ্যে যেতে পারে।
শিহাব