ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মামুনুর রশীদের ‘ঘটনা সত্য, সত্য নয়’ বই নিয়ে যা বললেন ভাবনা

প্রকাশিত: ১০:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মামুনুর রশীদের ‘ঘটনা সত্য, সত্য নয়’ বই নিয়ে যা বললেন ভাবনা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন তিনি। এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা। সেই আড়াল ভেঙে বেরিয়ে এলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সবর তিনি। নিয়মিত করছেন পোস্ট।

এবার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজের ফেসবুকে মামুনুর রশীদের ‘ঘটনা সত্য, সত্য নয়’ নতুন এই বই নিয়ে পোস্ট করেছেন ভাবনা। জানালের তার শৈশবসহ অন্যান্য বিষয়।

পাঠকদের জন্য তার দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমার বয়স যখন ৩ তখন থেকেই আমি গুরুমুখী বিদ্যালয় দীক্ষা নিতে শুরু করি। আমার নৃত‍্যগুরুরা আমাকে শিখিয়েছেন কীভাবে বড়দের সম্মান করতে হয়। আর বাবার থিয়েটার দলের কারণে অভিনয় এবং অভিনেতাদের সাথে ও আমার পথচলা শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকেই, তাই আমি কৃতজ্ঞ।

মামুনুর রশীদ আমাদের গুরুজন। তার সম্পর্কে আমি বলার মতন কেউ নই। আজ বইমেলায় তার নতুন বই এসেছে। আমি বইমেলায় যাইনি তবুও বইটি আমাকে মামুন আংকেল পাঠিয়েছেন পড়তে, তাই আমি অনেক কৃতজ্ঞ। আমার প্রথম  উপন্যাস  যখন বইমেলায় প্রকাশিত হয় তখন মামুনুর রশীদ মেলায় নিজে এসে আমার অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করেছিলেন, আরেকজন এসেছিলেন আমাকে অনুপ্রেরণা দিতে প্রথম দিনই তিনি বিপাশা হায়াত। এমন গুরুজনদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ ।মামুন আংকেল এমন একজন মানুষ তার কাছে যে কেউ ফোন করতে পারেন। বড় তারকা থেকে শুরু করে একজন নবীন অভিনেতা ও তার কাছে সহজেই চলে যায়। কারণ তিনি এতটাই সহজভাবে নিজেকে রেখেছেন। মামুন আংকেল ভোর ৫ টায় ঘুম থেকে উঠে প্রতিদিন লেখাপড়া শুরু করেন। তার কাছ থেকে আমি এই অভ্যাসটা রপ্ত করতে চাই। নতুন বইটি আপনারা সকলে সংগ্রহ করতে পারেন। 

মামুনুর রশীদ বেঁচে থাকুক আর আমাদের দিয়ে যাক, আমাদের শিখিয়ে যাক।

সজিব

×