ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাবার চুমুকাণ্ডে বিব্রত আদিত্য নারায়ণ!

প্রকাশিত: ০৩:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাবার চুমুকাণ্ডে বিব্রত আদিত্য নারায়ণ!

ছবি : সংগৃহীত

স্টেজ শো চলাকালীন এক নারী ভক্তের ঠোঁটে চুমু খাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। শুধু তা-ই নয়, ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে সহশিল্পী অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকেও এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন তিনি। বাবার এমন আচরণে বিরক্ত ছেলে আদিত্য নারায়ণ।

৬৯ বছর বয়সী এই গায়ক একের পর এক অনুষ্ঠানে নারী ভক্তদের চুম্বন করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমালোচনায় সরব নেটিজেনরা। এরই মধ্যে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে আদিত্য নারায়ণকে, তবে চেনাই দায়!

সানগ্লাস, মাস্ক আর টুপি দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছিলেন আদিত্য। যদিও মুম্বাইয়ে খুব একটা ঠান্ডা নেই, তবু তার মাথায় ছিল উলের টুপি। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন—বাবার বিতর্কিত কাণ্ডের কারণেই কি এমনভাবে মুখ লুকিয়ে চলছেন তিনি?

একজন নেটিজেন লিখেছেন, ‘এমন কাজ কেন করো, যাতে তোমার ছেলেকেও মুখ ঢেকে বাইরে যেতে হয়?’ আরেকজনের মন্তব্য, ‘বাবার চুম্বনের ফলাফল!’ কেউ আবার বলেছেন, ‘বাবা চুমু খান, ছেলে মানুষকে মারধর করে! গৌরব বয়ে আনতে ছেলে নয়, বাবা-ই এগিয়ে!’

বাবা উদিত নারায়ণ এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে তার ‘চুমুকাণ্ড’ যে ইতিমধ্যেই ছায়া ফেলেছে ছেলের ওপর, তা বলাই যায়!

মো. মহিউদ্দিন

×