ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

অভিষেক বচ্চনের সঙ্গে সিনেমা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই!

প্রকাশিত: ০২:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অভিষেক বচ্চনের সঙ্গে সিনেমা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই!

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একসঙ্গে আরও একটি পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে চলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আর নির্মাণ করা হয়নি। শোবিজ দুনিয়ায় চুক্তিবদ্ধ হওয়ার পরেও তারকাদের সিনেমা ছেড়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ঐশ্বরিয়া রাই যে ছবিটি ছেড়েছিলেন, সেটির কারণ শুধুমাত্র পেশাদারী সিদ্ধান্ত ছিল না, বরং নারীদের অধিকারের প্রতি তার দৃঢ় অবস্থানের প্রতিফলন ছিল।

কেন ঐশ্বরিয়া রাই ছবিটি ছেড়েছিলেন?

২০০৭ সালে মুক্তি পাওয়া 'গুরু' সিনেমার মাধ্যমে অভিষেক ও ঐশ্বরিয়ার অন-স্ক্রিন রসায়ন দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। এরপর তাদের একসঙ্গে আরেকটি সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল, যার নাম ছিল 'হ্যাপি অ্যানিভার্সারি'। তবে সিনেমাটি শুরু হওয়ার আগেই ঐশ্বরিয়া এতে কাজ করতে অস্বীকৃতি জানান।

২০১৮ সালে বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি অভিযোগ করেন যে, তার প্রাক্তন প্রেমিক ও প্রযোজক গৌরাং দোশী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন। ভারতীয় #MeToo আন্দোলনের সময় আরও অনেকের মতো দোশীর নামও উঠে আসে। তিনি 'আঁখে' (২০০২) ও 'দেওয়ার' (২০০৪) ছবির প্রযোজক ছিলেন, যেখানে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন।

ফ্লোরা সাইনি এক সাক্ষাৎকারে বলেন, তিনি যখন এই নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আনেন, তখন বলিউড তাকে কাজ দেওয়া বন্ধ করে দেয়। তিনি জানান, “আমি যখন বিষয়টি প্রকাশ করলাম, তখন মনে হয়েছিল বিশাল ভুল করে ফেলেছি। কেউ আমাকে কাজ দিচ্ছিল না। আমি পরিবারের একমাত্র উপার্জনকারী, আর এই পরিস্থিতিতে জীবনটা কঠিন হয়ে উঠেছিল। কেউ পাশে দাঁড়ায়নি! তবে ঐশ্বরিয়া রাই আমাকে সমর্থন করেছিলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “ঐশ্বরিয়া গৌরাং দোশীর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু এই অভিযোগ সামনে আসার পর তিনি ছবিটি থেকে সরে আসেন।”

২০১৮ সালে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে ফ্লোরা সাইনি নিজের আঘাতের ছবি শেয়ার করে জানান, কীভাবে তার চোয়াল ভেঙে গিয়েছিল, কিন্তু গৌরাং দোশীর মতো শক্তিশালী প্রযোজকের বিরুদ্ধে তার অভিযোগ কেউ বিশ্বাস করেনি।

গৌরাং দোশীর প্রতিক্রিয়া

এই অভিযোগের বিষয়ে গৌরাং দোশী পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা শাস্তি ঘোষণা করা হয়নি।

ঐশ্বরিয়া রাই সবসময় নারীদের অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নারীদের পক্ষে কথা বলেছেন। তার এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে, তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হন না।

মো. মহিউদ্দিন

×