ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শৈশবে সবচেয়ে বড় বকা খাওয়ার গল্প শোনালেন অমিতাভ বচ্চন

প্রকাশিত: ২১:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

শৈশবে সবচেয়ে বড় বকা খাওয়ার গল্প শোনালেন অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি জনপ্রিয় কুইজ শো 'কৌন বানেগা ক্রোড়পতি ১৬'-এর এক পর্বে শৈশবের এক মজার স্মৃতি শেয়ার করেছেন।

৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত পর্বে তিনি জানান, কীভাবে একবার বৃষ্টিতে কাদায় খেলতে গিয়ে বাবা-মায়ের কাছ থেকে সবচেয়ে বড় ধমক খেয়েছিলেন এবং শাস্তিস্বরূপ পুরো ঘর পরিষ্কার করতে হয়েছিল।

শো-এর বিশেষ অতিথি অরুণোদয় শর্মা, যিনি ২০২১ সালে এই কুইজ শোতে অংশ নিয়েছিলেন, অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, “আপনার শৈশবে পাওয়া সবচেয়ে বড় বকা কেমন ছিল?”

উত্তরে অমিতাভ বলেন, “প্রথম বৃষ্টি হলে আমরা দারুণ আনন্দ করতাম। চারপাশ কাদায় ভরে যেত, আমরা বন্ধুরা মিলে কাদামাটি ছুঁড়ে খেলতাম।” তিনি আরও যোগ করেন, “আমাদের খেলাধুলার ফলে পুরো ঘর কাদায় ভরে গিয়েছিল। বাবা-মা যখন ঘরে ফিরে দেখলেন, তখন জানতে চাইলেন, ‘এটা কে করেছে?’ এরপর আমাকে বসিয়ে পুরো ঘর পরিষ্কার করতে বাধ্য করা হলো। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় বকা!”

প্রসঙ্গত, 'কৌন বানেগা ক্রোড়পতি' এই বছর তার ২৫তম বর্ষ উদযাপন করছে। ২০০০ সালে শুরু হওয়া এই শো শুরু থেকেই অমিতাভ বচ্চনের সঞ্চালনায় চলছে, যদিও তৃতীয় সিজনে উপস্থাপকের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। শোটি প্রতি রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন-এ সম্প্রচারিত হয় এবং SonyLIV প্ল্যাটফর্মে স্ট্রিম করা যায়।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি 'কাল্কি ২৮৯৮ এ.ডি'-তে। দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসানের সঙ্গে এই সাই-ফাই ছবিতে তাঁর অভিনীত অশ্বত্থামার চরিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশ্বব্যাপী ছবিটি ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে।

এদিকে, শিগগিরই অমিতাভ বচ্চনকে দেখা যাবে 'সেকশন ৮৪' শীর্ষক কোর্টরুম ড্রামায়। রিভু দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন ডায়ানা পেন্টি ও অভিষেক ব্যানার্জি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এম.কে.

×