ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

হারল্যান অথেনটিকের ভ্যালেন্টাইন অফার নিয়ে এলেন শাকিব খান

প্রকাশিত: ২১:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

হারল্যান অথেনটিকের ভ্যালেন্টাইন অফার নিয়ে এলেন শাকিব খান

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারল্যান অথেনটিক কসমেটিকস স্টোরের বিশেষ ভ্যালেন্টাইন অফারের ঘোষণা দিয়েছেন। ‘ভালোবাসার নাম্বার ওয়ান অফার’ শিরোনামের এই ক্যাম্পেইনে থাকছে ১৪০০ টাকার পণ্য কিনলেই ১৪% ফ্ল্যাট ডিসকাউন্ট।

শাকিব খান তার স্ট্যাটাসে লিখেছেন, "নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোরের পক্ষ থেকে এলো ভালোবাসার নাম্বার ওয়ান অফার! হারল্যান অথেনটিক ভ্যালেন্টাইন অফারে ১৪০০ টাকার পণ্য কিনলেই থাকছে ১৪% ফ্ল্যাট ডিস্কাউন্ট! তাই এই ভালোবাসার মৌসুমে আপনাদের সকলের উৎসব হোক অথেনটিক ভ্যালেন্টাইনের সঙ্গে।"

শাকিব খানের এই পোস্ট দ্রুতই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে এবং ইতোমধ্যে বহু অনুসারী এটি শেয়ার করেছেন। হারল্যান অথেনটিক কসমেটিকস স্টোর মূলত বিউটি ও স্কিনকেয়ার পণ্যের জন্য পরিচিত। বিশেষ এই অফার নিয়ে ভ্যালেন্টাইন উপলক্ষে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে হারল্যান অথেনটিকের অফিসিয়াল পেজ বা নিকটস্থ স্টোরে যোগাযোগ করা যেতে পারে।

সূত্র: https://www.facebook.com/share/19rYmen6GE/

আসিফ

×