![আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-11T205819670-2502111458.jpg)
ছবিঃ নুরুজ্জামান কাফি, সংগৃহীত
অমর একুশে বইমেলায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির লেখা ‘অদৃশ্য অসুখ তুমি’ ও ‘ক্ষমা করবো না’ প্রকাশিত হয়েছে। মেলায় নিয়মিত উপস্থিত থাকলেও সম্প্রতি কিছু আচরণ নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।
নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠতা ও হাত ধরার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন কাফি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রকাশিত ভিডিওতে কাফি বলেন, “বইমেলার মতো জায়গায় এমন আচরণ উচিত হয়নি, এজন্য আমি দুঃখিত।” তিনি বলেন, “এক বান্ধবীর হাত ধরেছি, বিষয়টি এতদূর যাওয়ার কথা না।
প্রকাশিত ভিডিওতে কাফি বলেন, “আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যা পাওয়া যাচ্ছে, তা নিয়েই সমালোচনা করা হচ্ছে। একটি নাটকের ক্লিপ থেকে স্ক্রিনশট নিয়ে ভুল বোঝানো হচ্ছে, অথচ সেটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে নির্মিত।”
সূত্রঃ https://www.facebook.com/share/r/165SJWUsz6/
জাফরান