ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মদ বিড়ি সিগারেটের চেয়েও ভয়ঙ্কর চিনি: নাগা চৈতন্য

প্রকাশিত: ১৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মদ বিড়ি সিগারেটের চেয়েও ভয়ঙ্কর চিনি: নাগা চৈতন্য

ছবি: সংগৃহীত

অনেকেই মদ, তামাক, বিড়ি সিগারেট না খাওয়ার পরামর্শ দেন, এমনকি সিনেমা দেখার সময়ও তামাক না খাওয়ার বিজ্ঞাপন দেখানো হয় এবং সিগারেটের প্যাকেটেও সতর্কীকরণ থাকে। কিন্তু এসবের বিপরীতে, নাগা চৈতন্য সম্প্রতি এক পডকাস্ট শোতে একটি অবাক করা মন্তব্য করেছেন যা অনেকের কাছেই চমক সৃষ্টি করেছে।

নাগা চৈতন্য সম্প্রতি "ভিকের সঙ্গে র টকস" নামক পডকাস্ট শোতে অতিথি হয়ে এসেছিলেন, যেখানে তিনি তাঁর ডায়েট ও ফিট থাকার রহস্য নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, চিনি মদ বা তামাকের থেকেও বেশি ক্ষতিকর। তাঁর মতে, চিনি মানুষের শরীরের জন্য বিষের মতো, যা একাধিক রোগের কারণ। তিনি আরও বলেন, "মদ তাও ভালো, তামাকও ভালো, সবকিছুই চিনি থেকে ভালো।"

তিনি ব্যাখ্যা করে বলেন, "চিনি আসলে ক্যানসার, ডায়াবিটিসসহ একাধিক রোগের কারণ। আমি খুব সচেতনভাবে চিনি এড়িয়ে চলি, এবং শুধুমাত্র সেই দিনগুলোতে একটু চিনি খাই যখন আমি আমার ডায়েটে ফাঁকি দিই।" তবে তিনি এটাও বলেছেন, "দয়া করে এটাকে কোট হিসেবে ব্যবহার করবেন না। আমি বলছি, চিনি আমার মতে শরীরের জন্য ক্ষতিকর।"

এছাড়া, তিনি যে বিজ্ঞাপনগুলোতে কাজ করেন, সেগুলি নিয়ে তিনি বলেছেন, "এগুলো সবই অভিনয়। আমি চরিত্রে অভিনয় করি, তাই বলে বাস্তব জীবনে আমি সেগুলি অনুসরণ করি না। এটা আমার কাজ, এবং কাজের মধ্যে ও বাস্তব জীবনের মধ্যে ফারাক রয়েছে।"

নুসরাত

×