ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন পিয়া

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৪:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন পিয়া

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি 'বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫' ইভেন্টে অংশগ্রহণ করেন। সেখানে ভালোবাসা দিবসের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এগারো- বার বছর আগে বললে আপনাদের অনেক কিছু বলতে পারতাম। কিন্তু এখন আমি সন্তানের মা। এই ভালোবাসা দিবস আমি আমার স্বামী এবং সন্তানের সঙ্গে কাটাবো, ওদের সঙ্গে বের হবো।" 

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০১৪ সালে ব্যবসায়ী ফারুক হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাদের সন্তান অ্যারিশ আল হাসানের জন্ম হয়। বর্তমানে পিয়া তার পেশাগত জীবনের পাশাপাশি মাতৃত্বের দায়িত্বও পালন করছেন।

ভালোবাসা দিবসে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করে পিয়া জানিয়েছেন, মাতৃত্ব ও পারিবারিক বন্ধন তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে।

জাফরান

×