![প্রেমের অফার পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি প্রেমের অফার পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-42-2502110818.jpeg)
ছবি: সংগৃহীত
গ্ল্যামার গার্ল সেমন্তী সৌমি সবসময়ই স্টাইলিশ ও বোল্ড লুকের জন্য আলোচনায় থাকেন। তবে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি জানান, ভ্যালেন্টাইন উইক সম্পর্কে তার কোনো ধারণা নেই! প্রপোজ ডে, হাগ ডে, প্রমিজ ডে—এসব সম্পর্কে কিছুই জানেন না তিনি।
তবে প্রেমের প্রস্তাব পাওয়ার বিষয়ে বলেন, "অনেক প্রেমের অফার পেয়েছি, এখনও পাই। এটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছি!"
বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে সৌমি জানান, ২০২৫ বা ২০২৬ সালে বিয়ের ইচ্ছা আছে। তবে এখনো মনের মতো পাত্র পাননি, তাই সাংবাদিকদের মজার ছলে বলেন, "আপনারা পাত্র ঠিক করে দিন, আমি বিয়ে করব!"
স্কুল জীবনের ভালোবাসা দিবসের স্মৃতিও শেয়ার করেন সৌমি। জানান, ভিকারুন্নেসা স্কুলে পড়ার সময় এক ছেলের নিল ডাউন প্রপোজাল পেয়েছিলেন, তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মতে, সেটাই তার স্মরণীয় ভালোবাসা দিবস!
জাফরান