![এটা তার ব্যক্তিগত বিষয় এটা তার ব্যক্তিগত বিষয়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-4-2502110637.png)
ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী তাহসান খান নতুন বছরের শুরুতেই দ্বিতীয়বার বিয়ে করেছেন রোজ়া আহমেদকে। এ নিয়ে যখন আলোচনার ঝড় চলছে, তখন প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে বলেন, "এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না।"
এটা যার যার ব্যক্তিগত বিষয়৷ এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি এটা নিয়ে কথা বলব৷ যার জীবনে একটা ঘটনা ঘটেছে, এটা তার ব্যক্তিগত বিষয়৷ আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথাই বলতে চাই না।’’
মিথিলা আরও জানান, এই প্রসঙ্গ নিয়ে তার কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। তাহসান-মিথিলা তাদের মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন, তবে আয়রা বেশি সময় মায়ের সঙ্গেই থাকে।
জাফরান