![অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Tahsan-2502110624.jpg)
ছবি: সংগৃহীত
গেল মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় গায়ক তাহসান খান, যা সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কিছু সমালোচনাও উঠেছে। তবে তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা তখন মুখে তালা দিয়ে রেখেছিলেন। এবার তিনি তার মতামত প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, "বিয়ে নিয়ে আমার কিছু বলার নেই। আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এটা একান্তই ব্যক্তিগত বিষয় এবং আমি মনে করি, এটা কারও জীবন সংক্রান্ত বিষয়, যা তার নিজস্ব। তাই এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না।"
মিথিলা ও তাহসান ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে একটি কন্যা সন্তান, আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর, তাহসান ও মিথিলা তাদের ফেসবুক পেজে একযোগে ঘোষণা করেন, তারা বিবাহবিচ্ছেদ করেছেন।
নুসরাত