![আমি কোনো জালে বা ফাঁদে পড়তে চাই না : কুসুম শিকদার আমি কোনো জালে বা ফাঁদে পড়তে চাই না : কুসুম শিকদার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-37-2502110419.jpeg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা কুসুম শিকদার সম্প্রতি তার ব্যক্তিগত জীবন ও পেশাগত অর্জন নিয়ে আলোচনায় রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, যখন সাংবাদিকরা তার সম্পর্কের অবস্থা সম্পর্কে জানতে চান—তিনি কি সিঙ্গেল, ম্যারিড নাকি রিলেশনশিপে আছেন—এই প্রশ্নের উত্তরে কুসুম শিকদার স্পষ্টভাবে বলেন, "আমি কোনো ধরনের কোনো জালে বা ফাঁদে পড়তে চাই না। আমি যেভাবে আছি, ভালো আছি।"
তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আগ্রহী নন এবং নিজের মতো থাকতে পছন্দ করেন। তবে মজার ছলে তিনি বলেন, "হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই। শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।"
পেশাগত ক্ষেত্রে, কুসুম শিকদার তার পরিচালিত প্রথম চলচ্চিত্র 'শরতের জবা'*র জন্য সম্প্রতি 'বেস্ট ডিরেক্টর' পুরস্কার অর্জন করেছেন। এটি তার লেখা ‘অজাগতিক ছায়া’ বইয়ের একটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।
এর আগে তিনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, এবার পরিচালনায়ও সাফল্য অর্জন করেছেন। তার এই নতুন পরিচয় ও সাফল্য চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
পরিচালক হিসেবে প্রথমবার পুরস্কার পেলেন কুসুম শিকদার। কুসুম শিকদারের এই সাফল্য এবং ব্যক্তিগত জীবনের দৃষ্টিভঙ্গি ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জাফরান