ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ঠকে যাওয়ার শিক্ষাটা আসল শিক্ষা: তাসরিফ

প্রকাশিত: ১০:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ঠকে যাওয়ার শিক্ষাটা আসল শিক্ষা: তাসরিফ

ছবি : সংগৃহীত

ঠকে যাওয়া প্রসঙ্গে এবং সেই থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন তাসরিফ খান।

জনপ্রিয় মুখ তাসরিফ খান। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিলেন তিনি। 

তার পোস্টে তিনি লিখেছেন, মানুষ ঠকে গিয়ে যেটা শিখে এই শিক্ষাটা তার আসল শিক্ষা! 

এই পোস্ট শেয়ার করে নিজেই মন্তব্যের ঘরে লিখেছেন, ঠকে গেলে একদম নিরাশ হবেন না, কারণ জীবনের প্রতিটা পদে পদে এই শিক্ষাটা আপনাকে সামনে এগোতে সহায়তা করবে।

হঠাৎ করেই এমন পোস্ট শেয়ার করা একটু রহস্যের দিকেই হাত বাড়াচ্ছে। মন্তব্যের ঘরে এটি নেটিজেনদের সহমতের মন্তব্য দেখা যাচ্ছে। 

একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, একদম ঠিক কথা প্রিয় গায়ক ভাই, নতুন ভাই বোনদের জন্য দোয়া আর
ভালোবাসা রইলো।  

অন্য একজন লিখেছেন, এই শিক্ষাই বাস্তব জীবনে কাজে লাগে।

প্রসঙ্গত, তাসরিফ খান তাসরিফ খান কুরেঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী । তিনি তার ক্যারিয়ারের প্রতি খুবই আগ্রহী। ছোটবেলা থেকেই তাসরিফ একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু সম্প্রতি তিনি বাংলাদেশ সঙ্গীত শিল্পে একজন কণ্ঠশিল্পী হয়ে উঠেছেন।

শিলা ইসলাম

×