![ফেসবুক খুললেই মনে হয় পাগলের কাণ্ডকারখানা: বেনজির শামস ফেসবুক খুললেই মনে হয় পাগলের কাণ্ডকারখানা: বেনজির শামস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/28-2502110324.jpg)
ফেসবুক খুললেই মনে হয় পাগলের কাণ্ডকারখানা বলে মন্তব্য করেছেন নিউট্রিশিয়ানিস্ট বেনজির শামস। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এ মন্তব্য করেন তিনি।
আপনি আসলে কি চান? সোশ্যাল মিডিয়াতে আসছেন ইনফ্লুয়েন্সার হতে চান এমন প্রশ্নের জবাবে শামস বলেন, মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই এটা শিওর তবে আপনাদের ইনফ্লুয়েন্সারের সংজ্ঞার সাথে আমি নিজেকে বসাতে পারি না।
তাহলে কোন দিকটাতে আপনি ইনফ্লুয়েন্স করতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনফ্লুয়েন্সারদের যে ইনফ্লুয়েন্স এখন চলতেছে সোশ্যাল মিডিয়াতে আমি বাংলাদেশের কথা বলতেছি। ফেসবুক খুললে মনে হয় যেন পাগলের কাণ্ডকারখানা। আজকে পার্সোনাল বিষয়গুলো নিয়ে হাইলাইট করে বিভিন্ন রকমের কাণ্ডকারখানা দেখলে আমার কাছে মনে হয় সবার মেন্টাল হেলথের ট্রিটমেন্ট দরকার।
সোশ্যাল মিডিয়ায় আপনি এমন খোলামেলাভাবে নিজেকে জাহির করেন আপনাকে অনেকে ইজি গোয়িং মনে করেন? আপনি কি আসলে ইজি গোয়িং এমন প্রশ্নের জবাবে বেনজির বলেন, আপনার কাছে কি আমাকে খোলামেলা মনে হচ্ছে। আমার কাছে আমাকে খোলামেলা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ক্যাজুয়াল ড্রেস। এরকম ড্রেস আমার কাছে খোলামেলা হওয়ার জন্য পরিনা, ড্রেসটা এরকম দ্যাটস ইট। ড্রেসটা সুন্দর, ড্রেসটা ভালো লাগে। যেটা পরি সেটা পরেই ছবি দেই। একটা বিষয় হাইড করে রাখবো, একটা ফেইক পার্সোনালিটি দেখাবো ফেসবুকে এটা চাইনা।
সজিব