ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আই ডিসার্ভ পরী মানে পরী আমার না!

প্রকাশিত: ০০:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আই ডিসার্ভ পরী মানে পরী আমার না!

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মডেল ও গায়ক শেখ সাদী আবারও সংবাদের শিরোনামে। পরীমণি ইস্যুতে তার একটি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, "আমি পরী ডিজার্ভ করি।" তার এই বক্তব্য দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই এটাকে জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত বলে ধরে নিয়েছেন।

এরপর আজ (৯ ফেব্রুয়ারি) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না।”

পরীমণির এই পোস্টকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি এখানেই শেষ হয়নি, শেখ সাদী পরীমণির স্ট্যাটাসটি শেয়ার করে পাল্টা লিখেছেন, “& most importantly I deserve Pori means পরী আমার না।”

এই মন্তব্যের পর নেটিজেনদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমে দুই তারকার এই পোস্ট ঘিরে নানা আলোচনা চলছে।

সায়মা ইসলাম

×