ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নিজেকে নয়, অন্য পরীর কথা বললেন পরীমণি!

প্রকাশিত: ২১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নিজেকে নয়, অন্য পরীর কথা বললেন পরীমণি!

ছবিঃ সংগৃহীত

আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, "ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না"—এই বাক্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

তার এই পোস্টের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানান আলোচনা। কেউ কেউ মনে করছেন, এটি তার ব্যক্তিগত কোনো অনুভূতির প্রকাশ, আবার অনেকের মতে, এটি ইন্ডাস্ট্রির কারও উদ্দেশে দেওয়া ইঙ্গিতপূর্ণ বার্তা।

এর আগে পরীমনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে স্ট্যাটাস দিয়ে বারবার আলোচনায় এসেছেন। এবারও তার নতুন পোস্ট নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে এখনো তিনি বিস্তারিত কিছু বলেননি।

তবে তার এই স্ট্যাটাস ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে মন্তব্যের মাধ্যমে তার পোস্টের ব্যাখ্যা জানতে চেয়েছেন। এখন দেখার বিষয়, পরীমনি নিজেই কি এর কোনো ব্যাখ্যা দেন, নাকি রহস্যের জাল আরও ঘন হয়!

আসিফ

×