ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন কামরুজ্জামান মিল্লাত

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন কামরুজ্জামান মিল্লাত

সম্প্রতি প্রদান করা হয় ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৫। থিয়েটার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ কামরুজ্জামান মিল্লাত। রাজধানীর একটি অভিজাত হোটেলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে  দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কামরুজ্জামান মিল্লাত বলেন, থিয়েটারকে ভালোবেসে দীর্ঘ ৩৫ বছর কাজ করে যাচ্ছি। কোনো কিছু পাওয়ার আশা কখনো করিনি। তবে কাজের স্বীকৃতি সবারই ভালো লাগে। আমার এই প্রাপ্তি এক অর্থে সকল নাট্যকর্মীর প্রাপ্তি। এই স্বীকৃতি আমার থিয়েটারে পথচলাকে আরও গতিশীল করবে। শ্রেষ্ঠ থিয়েটার অভিনেতা হিসেবে এটাই কামরুজ্জামান মিল্লাতের পাওয়া প্রথম পুরস্কার নয়। এর আগে তিনি একই ক্যাটাগরিতে লালন সাঁই অ্যাওয়ার্ড এবং কলকাতায় অনুষ্ঠিত ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট থিয়েটার অ্যাক্টর এবং মুম্বাই থেকে বেস্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া পার্সোন্যালিটি অব দ্যা ইয়ার বাংলাদেশে পুরস্কৃত হয়েছেন। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মঞ্চাভিনেতা কামরুজ্জামান মিল্লাত। দলের বেশ কয়েকটি নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন ‘লক্ষ্মীর পালা, ‘কোর্ট মার্শাল’, ‘গোলাপজান’, ‘আমিনা সুন্দরী’, ‘স্বপ্ন দেখো মানুষ’, ‘ছায়া চক্র’সহ বেশ কিছু নাটকে।

×