ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

নিজেই প্রেমের জানান দিলেন পরীমণি! 

প্রকাশিত: ১৫:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নিজেই প্রেমের জানান দিলেন পরীমণি! 

ছবি: সংগৃহীত

পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালতে জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। 

সংগীতশিল্পী তরুণের নাম শেখ সাদী। নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! এসব অস্বীকার করেছেন দুইজনই।

সাদী সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় প্রেমের। 

নিজের ফেসবুক একাউন্টে কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

পরীমণি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

শিলা ইসলাম

×