ছবিঃ সংগৃহীত
ব্র্যান্ড প্রোমোটার ও মডেল বারিশ হক সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, এতদিন তিনি অনেকের অনেক কথা সহ্য করেছেন, কিন্তু এখন থেকে আর কোনো নেতিবাচক মন্তব্য মেনে নেবেন না। কেউ বাজে কথা বললে তিনি তার প্রতিবাদ করবেন। তিনি আরও উল্লেখ করেন, অভিনেত্রী পরীমনির কাছ থেকে তিনি শিখেছেন যে, নিজের প্রতি সম্মান বজায় রাখতে হলে অন্যায়ের প্রতিবাদ করা জরুরি। বারিশ হক বলেন, "আমার সাথে কেউ লাগতে এসো না। এখন থেকে কেউ লাগতে আসলে আমি তার প্রতি উত্তর দিব। সবারই তো ধৈর্যের একটি সীমা থাকে।"
উল্লেখ্য, বারিশ হক তার ফেসবুক পোস্ট ও ভিডিওর মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখোমুখি হন। কখনো তার পোশাক, কখনো বা তার সার্জারি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়। তবে তিনি সবসময়ই সবার সামনে সত্য কথাই বলেছেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার সাম্প্রতিক এই বক্তব্য তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বারিশ হকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। তবে বারিশ হক তার অবস্থানে অটল রয়েছেন এবং ভবিষ্যতেও যে কোনো নেতিবাচক মন্তব্যের সরাসরি জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তার এই বক্তব্যের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বারিশ হক তার কাজের প্রতি নিষ্ঠাবান এবং সমালোচনাকে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জাফরান