![ইনকাম সোর্স শুধু একটা রাখবেন না: জান্নাতুল পিয়া ইনকাম সোর্স শুধু একটা রাখবেন না: জান্নাতুল পিয়া](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Pia-DrubO-28-04-2024_original_1714295241-2502100749.jpg)
ছবি: সংগৃহীত
এবার একাধিক ইনকাম সোর্স রাখার পরামর্শ দিলেন জান্নাতুল পিয়া।
বাংলাদেশের মডেল এবং আইনজীবী জান্নাতুল পিয়া। ব্যারিস্টার সুমন পেছনে সুহাসিনী এই আইনজীবী ব্যাপক আলোচনায় থাকছেন।
সম্প্রতি ক্যামেরার সামনে তিনি বলেন, আমার ক্যারিয়ার ১৭ বছরের আমি মনে করি আমার কঠোর পরিশ্রম আজকে আমাকে এই জায়গায় এনেছে।
তিনি আরো বলেন, মডেলদের আমি বলে চাই বলতে চাই, শুধু মডেলদের না সবার জন্য এই কথাটা আমি বলতে চাই, আপনাদের ইনকাম সোর্স শুধু একটা রাখবেন না একাধিক রাখবেন। এতে আপনার প্যাশনের জায়গাটাতে কখনো ত্যাগ করতে হবে না।
প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস পিয়া একজন বাংলাদেশি মডেল ,অভিনেত্রী এবং আইনজীবী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।
শিলা ইসলাম