![‘এই মহিলাটি গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো’- বাঁধনকে খোঁচা তসলিমার ‘এই মহিলাটি গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো’- বাঁধনকে খোঁচা তসলিমার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/news_1739170598959-2502100733.jpg)
ছবি: সংগৃহীত।
নির্বাসিত লেখক তসলিমা নাসরিন বরাবরই দেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে মন্তব্য করেন, বিশেষত নারী সমাজের বিষয়গুলো নিয়ে তার মতামত বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থানরত এই আলোচিত-সমালোচিত লেখিকা সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশি সক্রিয় হয়েছেন। সম্প্রতি বাংলাদেশের 'সংস্কার' বিষয়ক আলোচনায় তিনি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বর্তমানে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে, বাঁধনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, “এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলেছে, তাতে আসলে দেশের কী কী সংস্কার করেছে সে?” তসলিমার এই পোস্টের পর, অনেকেই বাঁধনকে সমালোচনা করেছেন এবং কটাক্ষ করেছেন।
গত আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে বাঁধন ছিল অত্যন্ত সক্রিয়। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি। একটি ভিডিওতে তাকে মাইকে চিৎকার করে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই...” বাঁধন তার সাহসিকতা, স্বাধীনচেতা মনোভাব এবং স্পষ্ট ভাষণের জন্য পরিচিত। তিনি বলেছিলেন, “স্বৈরাচার হাসিনাতন্ত্র” থেকে মুক্তি পেতে, ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এখন প্রশ্ন উঠছে, সমাজে বিভিন্ন পরিবর্তনের দাবি তুললেও, এসব আন্দোলন কি সঠিকভাবে দেশের সংস্কারে ভূমিকা রাখবে, নাকি এসব দাবি নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি চেষ্টা? বাঁধনের এই ভূমিকা এবং তার বক্তব্যগুলি আরো গভীর আলোচনার জন্ম দিতে পারে।
নুসরাত