![উপার্জনের জন্য কখনোই একটি মাত্র উৎসের ওপর নির্ভর করা উচিত নয় উপার্জনের জন্য কখনোই একটি মাত্র উৎসের ওপর নির্ভর করা উচিত নয়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-10T131126792-2502100715.jpg)
ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী, মডেল ও ব্যারিস্টার পিয়া জান্নাতুল সম্প্রতি একটি অনুষ্ঠানে তার দীর্ঘ ক্যারিয়ার ও সাফল্যের পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি জানান, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠাই তাকে এতদূর নিয়ে এসেছে।
প্রায় ১৭ বছরের ক্যারিয়ার পেরিয়ে আসা পিয়া জানান, তিনি খুলনা থেকে এসেছিলেন, কিন্তু নিজের স্বপ্ন পূরণে কখনোই হাল ছাড়েননি। তিনি বলেন, "যে কোনো মানুষকে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতেই হবে। সফলতা নিজে থেকে এসে ধরা দেবে না।"
একাধিক আয়ের উৎসের পরামর্শ
পেশাগত জীবনের টেকসই সফলতা নিয়ে পিয়া বলেন, "উপার্জনের জন্য কখনোই একটি মাত্র উৎসের ওপর নির্ভর করা উচিত নয়। বরং একাধিক উপার্জন মাধ্যম থাকা প্রয়োজন, যাতে স্বপ্ন ও প্যাশনের ক্ষেত্রে কখনো আপস করতে না হয়।"
তিনি মনে করেন, নিজের ভালোবাসার কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আর্থিক দিক থেকেও সচেতন হতে হবে। একাধিক উপার্জনের পথ থাকলে জীবনে বেশি স্বাধীনতা পাওয়া যায় এবং নিজের পছন্দের কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হয়।
কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি
পিয়া জান্নাতুল তার বক্তব্যে আরও বলেন, সফল হতে হলে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে। কোনো কিছু সহজে পাওয়া যায় না, তাই নিজের স্বপ্ন পূরণে ধৈর্য ও অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাফরান