ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

পরীমনির সঙ্গে প্রেম গুঞ্জন কি সত্যি?

ভালোবাসার মাসে ’পরী’ চান শেখ সাদী!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসার মাসে ’পরী’ চান শেখ সাদী!

ছবিঃ সংগৃহীত

 ভালোবাসার মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করলেন জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদী। শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন— "I deserve Pori"। এই স্ট্যাটাস সামনে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।

গত কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছে পরীমনি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন। যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে।

 শেখ সাদীর স্ট্যাটাস ঘিরে তুমুল আলোচনা

শেখ সাদীর "I deserve Pori" স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকে ধারণা করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরীমনির কথাই বলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই কাকতালীয় বা ‘পরী’ বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন।

তার এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরীমনির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সাদী বা পরীমনি কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

 পরীমনির প্রতিক্রিয়া কী?

পরীমনি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এর আগেও বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে তিনি কখনোই বেশি কিছু প্রকাশ করেননি। ফলে এই নতুন গুঞ্জন নিয়েও তিনি কী বলবেন, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 গুঞ্জন নাকি সত্যি?

শেখ সাদী ও পরীমনির মধ্যে প্রেমের সম্পর্ক সত্যি কি না, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক পোস্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে, কিছু একটা হয়তো চলছে!

ভক্তরা এখন অপেক্ষায় আছেন—এই রহস্যের জট খুলবে কি না!

জাফরান

×