![নায়িকা বানানো কি কোন কৃতিত্বের কাজ: পপি নায়িকা বানানো কি কোন কৃতিত্বের কাজ: পপি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/e1a788175deb0ab96086c83d58befeedb69bd021db84c57b-2502100555.jpg)
ছবি: সংগৃহীত
নিজের বাবা-মায়ের দিকে প্রশ্ন ছুড়ে বাংলার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বলেন নায়িকা বানানো কি কৃতিত্বের কাজ?
সম্প্রতি পপির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে যেখানে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেছেন, আমার বাবা-মা আমাকে পড়ালেখা শিখিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে পারতো চাইলেই আমাকে কোরআনের হাফেজ বানাতে পারত কিন্তু তারা আমাকে নায়িকা বানিয়েছে।
তিনি আরো বলেন, অনেকেই আমাকে ব্যঙ্গ করে বলে তোমার বাবা-মা তোমাকে নায়িকা বানিয়েছে। নায়িকা বানানো কি কোন কৃতিত্বের কাজ?
এছাড়াও তিনি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী এমন কথা উল্লেখ করে বলেন, আমি ক্যামেরায় ভালো অভিনেত্রী হতে পারি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাঁচা।
প্রসঙ্গত, সাদিকা পারভিন পপি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তিনি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন।
শিলা ইসলাম