ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

আবারও স্ত্রীকে নিয়ে হাবিবের নতুন চমক

প্রকাশিত: ১১:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবারও স্ত্রীকে নিয়ে হাবিবের নতুন চমক

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যে গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ। 

শ্রাবণের কথায় হাবিব ওয়াহিদ নিজেই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে এর দৃশ্যায়ন। 

গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর তারা পর্দায় জুটি হয়ে আসছেন।

আফসানা চৌধুরী শিফা বলেন, অনেকদিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। খুবই ভালো অভিজ্ঞতা। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।

এর আগে, ২০২১ সালে ‘রোমান্টিক লাগে’ গানে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।

হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

সজিব

×