![‘‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’: সুজানা জাফর ‘‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’: সুজানা জাফর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-09-at-110050-PM-2502091701.jpg)
ছবিঃ সংগৃহীত
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’। (সূরা মুদ্দাছ্ছির: ৩১)
উল্লেখ্য যে, ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর। ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে 'গুডবাই' বলেন। ধর্মের জন্যই নাকি অভিনয় জগত ছাড়েন তিনি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা।]
রিফাত