![সঞ্জয় দত্তকে ৭২ কোটি টাকার সম্পত্তি দান করেন এক নারী ভক্ত সঞ্জয় দত্তকে ৭২ কোটি টাকার সম্পত্তি দান করেন এক নারী ভক্ত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/26-2502091536.jpg)
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত, বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক। ব্যক্তিজীবনে তিনি প্রয়াত অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ সুনীল দত্ত ও নার্গিসের সন্তান। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্জুবাবা। প্রথম সিনেমাই ছিল হিট। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়। এক সময় তাকে ‘চকলেট বয়’-এর তকমা দেওয়া হতো। কোটি তরুণীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। জানা গেছে, সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী ছিলেন নিশা পাতিল নামে এক নারী। সেটা ছিল ২০১৮ সালের কথা। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার নারী ভক্ত নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাংকগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে তার সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়! তবে অভিনেতা যেহেতু নিশাকে চিনতেন না, তাই কোনোভাবেই তিনি সেই সম্পত্তির দাবি করেননি।