![শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন জেরিন কাশফী রুমা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন জেরিন কাশফী রুমা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/24-2502091530.jpg)
জেরিন কাশফী রুমা
রাজধানীর এক অভিজাত হোটেলে সম্প্রতি প্রদান করা হয় ট্রাব অ্যাওয়ার্ড। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে প্রদত্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থিয়েটার বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন সময় নাট্য গোষ্ঠীর অন্যতম মুখ্য চরিত্রাভিনেত্রী জেরিন কাশফী রুমা। এ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান মোহাম্মদ কামরুজ্জামান মিল্লাত।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতিতে জেরিন কাশফী রুমা বলেন, আমার একক পারফরমেন্স উপমহাদেশের আনপ্যারালাল ক্ল্যাসিক্যাল শিল্পীর জীবন আশ্রিত নাটক ‘মাইনেম ইজ গহরজান’-এর রিহার্সেলে বসে আমি ট্র্যাব পুরস্কার প্রাপ্তির খবরটা জানতে পারলাম। ট্র্যাবের প্রধান উপদেষ্টা বাদল আহমেদ এবং সভাপতি কাদের মনসুর ভাইকে আমার কৃতজ্ঞতা আমাকে মূল্যায়ন করায়। আমার প্রাপ্তি সকল থিয়েটার কর্মীরই প্রাপ্তি। বিগত সময়ের ধারাবাহিকতায় আগামীতে দর্শক-শ্রোতাকে নতুন কিছু দিতে পারি এই প্রচেষ্টাই আমি আন্তরিকভাবে চালিয়ে নিতে চাই। অভিনয়, নৃত্য ও সংগীতে পারদর্শী এই শিল্পী ইতোমধ্যে দেশ-বিদেশে যেমন একাধিক শো করেছেন তেমনি একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার মধ্যে এসএ টিভি বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড, কলের গান মাল্টিমিডিয়া বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড, আমেরিকার নিউইয়র্ক থেকে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড প্রভৃতি সবিশেষ উল্লেখযোগ্য। অনুষ্ঠানে চলচ্চিত্রে আজীবন সম্মাননা দেওয়া হয় নায়ক উজ্জ্বল, খলনায়ক মিশা সওদাগর এবং অভিনেত্রী আনোয়ারা বেগমকে। পাশাপাশি বিবিধ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।