ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফের বড় পর্দায় সত্যজিৎ-উত্তমের ‘নায়ক’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ফের বড় পর্দায় সত্যজিৎ-উত্তমের ‘নায়ক’

ভারতে পুরনো সিনেমা নতুন করে মুক্তির মিছিলে এবার যোগ হয়েছে মহানায়ক উত্তম কুমারের ‘নায়ক’। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মাণে সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। যে সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক- সুপারস্টারের ভেতরের জগৎ। প্রশংসা, গ্ল্যামার, ব্যস্ততার আড়ালে তারকা জীবনের অন্তরালের যাতনা দর্শকের সামনে তুলে ধরেন সত্যজিৎ নায়কের মাধ্যমে। আগামী ২১শে ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘নায়ক’। কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি। সৃজিত বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ‘নায়ক’ সিনেমা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় এই সিনেমার সংলাপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি সামলেছি। সিনেমাটি এতবার দেখেছি যে, সংলাপ মুখস্ত হয়ে গিয়েছিল। সংঘাতগুলো খুব চেনা। বলতে পারেন, হৃদয়ের খুব কাছাকাছি একটা সিনেমা।
এই সিনেমায় উত্তম কুমার হয়েছিলেন একজন সুপারস্টার, যার নাম অরিন্দম মুখোপাধ্যায়। যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে রওনা হন রেল গাড়িতে, কারণ বিমানের টিকিট পাননি। কামরায় পরিচয় হয় অদিতি সেনগুপ্ত নামের এক নারীর সাংবাদিকের সঙ্গে, যে চরিত্র করেছিলেন শর্মিলা ঠাকুর।
সত্যজিতের ‘নায়ক’ ১৯৬৬ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছিল একাধিক পুরস্কার। ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের’ পাশাপাশি ‘শ্রেষ্ঠ ফিচার ফিল্ম’ এবং ‘শ্রেষ্ঠ কাহিনী ও চিত্রনাট্য’ বিভাগেও পুরস্কার জেতে। এছাড়া পরেরবছর ভারতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।

×