ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

আক্ষেপ প্রকাশ করলেন পপি

আমার বাপ-মা চাইলে আমাকে কোরআনের হাফেজা বানাতে পারতেন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আমার বাপ-মা চাইলে আমাকে কোরআনের হাফেজা বানাতে পারতেন

ছবিঃ সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি সম্প্রতি পারিবারিক সম্পত্তি নিয়ে তীব্র বিরোধের কারণে আলোচনায় এসেছেন। তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন অভিযোগ করেছেন, পপি পারিবারিক জমি এককভাবে দখল করতে চান। এ নিয়ে তিনি ভাই-বোনদের সঙ্গে বিবাদে জড়ান এবং হুমকিও দিয়েছেন বলে দাবি তাদের।

অন্যদিকে, পপি এই অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি আমার পরিবারের জন্য সব করেছি। আমার চলচ্চিত্রের সব পারিশ্রমিক তাদের হাতে তুলে দিয়েছি। বিনিময়ে তারা আমাকে ঠকিয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এমনকি আমাকে হত্যার হুমকিও দিয়েছে!"

তিনি আক্ষেপের সুরে আরও বলেন, "আমার মা চাইলে আমাকে কোরআনের হাফেজা বা ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে পারতেন। কিন্তু তিনি আমাকে নায়িকা বানালেন!" নায়িকা বানানো কি খুব কৃতিত্বের কাজ?

বর্তমানে পপি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদের একটি চার বছরের সন্তান রয়েছে। তিনি এখন ঢাকার ধানমন্ডিতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকা পপি আবারও খবরের শিরোনামে চলে এসেছেন, তবে এবার ভিন্ন কারণে।

জাফরান

×