ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

দীপিকা পাড়ুকোন

আমি হব তোমার প্রথম কাস্টমার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আমি হব তোমার প্রথম কাস্টমার

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার নতুন পরিচয়ে আসছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভ্যালেন্টাইন্স ডে-তে, তিনি হিমাচল প্রদেশের মানালিতে উদ্বোধন করতে চলেছেন তার প্রথম ক্যাফে “দ্য মাউন্টেন স্টোরি”।

এই ক্যাফেতে পরিবেশন করা হবে খাঁটি হিমাচলি খাবার, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া থাকবে। কঙ্গনা এই উদ্যোগকে নিজের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।

২০১৩ সালের এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন একটি রেস্তোরাঁ খোলার। সেই সাক্ষাৎকারেই দীপিকা পাড়ুকোন বলেছিলেন, "আমি হব তোমার প্রথম কাস্টমার।"

সম্প্রতি কঙ্গনা সেই পুরনো সাক্ষাৎকারের ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এবং দীপিকাকে ট্যাগ করে তাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিশ্রুতি পূরণ করতে।

কঙ্গনা জানান, "এই ক্যাফে শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি আমার হৃদয়ের খুব কাছের একটি উদ্যোগ। এটি আমার শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের গল্প, যেন মায়ের হাতের রান্নার স্বাদ সবাই উপভোগ করতে পারে।"

কঙ্গনার এই উদ্যোগ ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। বলিউড থেকে রাজনীতি—সব জায়গায় সরব এই অভিনেত্রীর নতুন যাত্রা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

জাফরান

×