![নব্বই দশকের বাংলা সিনেমার গানে জায়েদ খান নব্বই দশকের বাংলা সিনেমার গানে জায়েদ খান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11-2502082133.jpg)
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান
জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।
দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে এক তারা বসন্ত উৎসবের মঞ্চ মাতাবেন। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরও বেশকিছু তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
জায়েদ খান বলেন, ‘আমার দেশের নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবো। আর আমার সঙ্গে থাকবে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি অনেক মুগ্ধ হয়েছি।’
শহীদ