ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আগুনের ‘এক গ্লাস নীরবতা’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আগুনের ‘এক গ্লাস নীরবতা’

আগুন

দীর্ঘ বিরতির পর সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী আগুনের কণ্ঠে নতুন গান ‘তোমারে হারালে মরিবো’। প্রেম বিরহের এই গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে। গানটিতে আগুনের সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। অনেকদিন পর আগুনের কণ্ঠে মৌলিক গান শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতা-দর্শক। এদিকে আগুন জানান আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান এরই মধ্যে গানটি সংগীতায় জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে। আগুন বলেন, সালমা তো খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এই গানটি আসলে বেশ মেলোডিয়াস একটি গান। এ আর রাজ যেমন ভালো লিখেছে, তেমনি চমৎকার সুর করেছে। আমার গাইতে বেশ ভালো  লেগেছে। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি আমি। আর আলী আকবর রুপু ভাইয়ের ছোট ভাই আলী আকতার রুনুর লেখা ও সুর করা গানটিও বেশ ভালো হয়েছে। এই গানটি নিয়ে আমি খুব আশাবাদী। এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্ম নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার জন্ম হয়। তাই নিজের জন্ম নিয়ে সবসময় গর্ব করেন আগুন, যুদ্ধের সময়টাতে জন্ম তার জন্য অনেক গর্বের। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। দুই ছেলে, স্ত্রী তান্না, বোন রুমানা ইসলাম, শাশুড়িসহ আরও কিছু আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার এবারের জন্মদিন উদ্যাপিত হবে বলে জানান তিনি। আগুন রাজধানীর উদয়ন স্কুলে পড়ার সময় জীবনে প্রথম গান লিখেন, সুর করেন। গানের কথা ছিল এমন ‘রেল সড়কের বস্তিতে যে ভাঙা একটা ঘর, সেইখানেতে বসত করে অশ্রু কারিগর, ঘরের মানুষ রিক্সা চালায় সারাটা দিন ধইরা, মানুষেরই ভার টানে নিজে মানুষ হইয়া।’ তবে এই গানটি আজও প্রকাশ পায়নি। ইচ্ছা আছে গানটি প্রকাশ করার। আগুনের বাবা খান আতাউর রহমান আগুনকে প্রথম নবম শ্রেণিতে একটি গিটার কিনে দেন। সেই গিটার নিয়ে তিনি তার এক ভাই ওয়াহিদের কাছে প্রথম গিটার বাজানো শেখেন। এরপর তিনিসহ আরও চারজন মিলে ব্যান্ডদল সাডেন গঠন করেন। আগুনের একক অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কী যে বান্না পেয়েছিল’, ‘কত দুঃখে আছি’, ‘এই শহরে’, ‘আগের মতো নেই’, ‘সানাই’ ইত্যাদি।

×