ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

শাফিন আহমেদ স্মরণে কনসার্ট

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শাফিন আহমেদ স্মরণে কনসার্ট

শাফিন আহমেদ

ব্যান্ড তারকা শাফিন আহমেদ চলে যাওয়ার প্রায় সাত মাস হতে চলল। গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে আর জীবন্ত ফেরা হয়নি তার। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে মাইলসের এই তারকাকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
তাকে ট্রিবিউট করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট। ১৩  ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে কনসার্টটি।
এ অনুষ্ঠানে গানে গানে শাফিনকে স্মরণ করবে দেশের সেরা ব্যান্ড। সেগুলো হচ্ছে মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‌্যাপার অজি। এ ছাড়া দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও। শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে।
এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে। ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতোমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

×