![ঐশ্বরিয়াকে খোঁচা দিলেন শ্বশুর অমিতাভ! ঐশ্বরিয়াকে খোঁচা দিলেন শ্বশুর অমিতাভ!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1738755466882-1-2502080811.jpg)
ছবি: সংগৃহীত।
অমিতাভ বচ্চনের একটি ছোট্ট মন্তব্য আবারও বিতর্কের জন্ম দিল, এই মন্তব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে উঠে এল ঐশ্বর্য রাই এবং বচ্চন পরিবারের সম্পর্কের বিষয়টি।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। শোয়ের এক পর্বে, এক কিশোরী অমিতাভকে জিজ্ঞাসা করেন, ‘ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন, ওর কাছ থেকে সুন্দর হওয়ার কোনও টিপ্স জেনে দেবেন?’
অমিতাভ বচ্চন মুচকি হেসে বলেন, ‘আমরা জানি তিনি সুন্দরী। তবে বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে, কাল নেই। কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যায়।’
এই মন্তব্যের মাধ্যমে অমিতাভ বচ্চন শুধু ঐশ্বরিয়ার বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তার অন্তর্গত সৌন্দর্যকেও তুলে ধরেছেন। যদিও মন্তব্যটি নীতিশিক্ষার সুরে হলেও, এই কথার পর আবারও শুরু হয়ে গিয়েছে গুঞ্জন।
নেটিজেনদের মধ্যে কেউ কেউ মনে করছেন, এটি শুধুমাত্র একটি সাধারণ নৈতিক উপদেশ, তবে অনেকে ধরছেন যে, এতে একটি বিশেষ বার্তা রয়েছে যা ঐশ্বরিয়া এবং তার পারিবারিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে। আবার কিছু মানুষের মতে, এই মন্তব্যের মাধ্যমে অমিতাভ হয়তো কিছুটা প্রাসঙ্গিক ইঙ্গিত দিয়েছেন, যা বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের প্রতি নজর আকর্ষণ করতে পারে।
এখনো পর্যন্ত, অমিতাভের এই মন্তব্য নিয়ে বিভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে, আর এটি বচ্চন পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এক আলোচনার সূচনা করেছে।
নুসরাত