![বরিশালের জয়ে বরিশালের মেয়ে পরীমনি যা লিখলেন বরিশালের জয়ে বরিশালের মেয়ে পরীমনি যা লিখলেন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/09-2502071628.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
ফাইনালে রেকর্ড ১৯৫ রান তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় লাভ করেছে তামিম ইকবালের দল।
এর মাধ্যমে টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বরিশাল।
এদিকে, বরিশালের শিরোপা জয়ে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লিখেন, "মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু"।
বরিশালের মেয়ের এই আবেগপূর্ণ পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এম.কে.